মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:৪০
সাম্প্রতিক

ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধৌত করার বিধান

প্রশ্ন : বর্তমানে লন্ড্রীতে যে কাপড় ওয়াশ করা হয়, তাতে আধুনিক কিছু সিষ্টেম বেরিয়েছে যে, পানি ছাড়া শুধু বাষ্পের মাধ্যমে কাপড় পরিস্কার করা হয়। বিশেষ করে মোটা কাপড়, কোট ইত্যাদি। জানার বিষয় হলো, যে সমস্ত নাপাকি, পানি দিয়ে ধৌত করা আবশ্যক সেগুলো শুধু বাষ্প দ্বারা পরিস্কার করলে পাক হবে কিনা এবং নামাজ সহীহ হবে কি না?

উত্তর : শরীয়া মতে কাপড় শুধু পানি বা পবিত্র তরল পানীয় দ্বারা তিনবার ভালোভাবে ধোয়ার দ্বারাই পাক হয়। বিধায়, শুধু বাষ্প দিয়ে কাপড় পরিস্কার হবে বটে, পাক  হবে না এবং ঐ কাপড় পরে নামায সহীহ হবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে বাষ্পের মাধ্যমে শুকানোর পূর্বে পেট্রোল/সলবিন দিয়ে যদিও ভিজানো হয়, কিন্তু তাতে কাপড় পবিত্র করার নিয়মের প্রতি তোয়াক্কা করা হয় না। আর যদি পাক-নাপাক উভয় প্রকারের কাপড় মিশ্রিত করে দেওয়া হয়, তবে সবগুলোই নাপাক হিসাবে গণ্য হবে। আর শুধু পাক কাপড় দিলে তা পাকই থাকবে, সেক্ষেত্রে অযথা সন্দেহের কোন কারণ নাই। (সুত্র : তিরমিযী : ১/৩৫, হেদায়া : ১/১২৮, শামী: ১/৫১০, কাযীখান : ১/৫৭৬, হক্কানিয়া : ২/৫৭৬)

Loading

Facebook
X
WhatsApp
Telegram