প্রশ্ন : অনেক অভিভাবককে দেখা যায় তাদের ছোট মেয়েটা রূপসী হওয়ার কারণে তাকে দেখাইয়া বড় কুৎসিত মেয়েটাকে বিবাহ দিয়ে দেয়। জানার বিষয় হলো, এমন করার দ্বারা বিবাহ সংঘটিত হবে কি না? বিস্তারিত জানাবেন।
উত্তর : শরয়ী নীতিমালা অনুযায়ী যেই ছেলে এবং মেয়ের নাম নিয়ে ইজাব কবুলের মাধ্যমে আকদ করানো হয়, তাদের মাঝেই বিবাহ সংঘটিত হয়ে যায়। চাই আকদের পূর্বে তাদের পরষ্পর দেখা সাক্ষাৎ হোক বা নাই হোক।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ছোট রূপসী মেয়েকে দেখিয়ে বড় কুৎসিত মেয়ের নামে ইজাব কবুল হলে বড় মেয়ের সাথেই বিবাহ সংঘটিত হয়ে যাবে। তবে এটি অবশ্যই প্রতারণা। এমনটি শরয়ীত কর্তৃক যেভাবে অগ্রহনযোগ্য, তেমনি সামাজিকভাবেও বহুবিদ ফিৎনার কারণ। তাই তা থেকে বিরত থাকা একান্ত কর্তব্য। (হিন্দিয়া: ১/৩৩৫, দুররুল মুখতার : ৪/৯৭)