প্রশ্ন: মুহতারাম! জনাব আবুল বারাকাত সাহেব মুহাররম মাসের রোযা খুব জোর দিয়ে রাখেন। জানার বিষয় হলো, মুহাররম মাসের রোযার ক্ষেত্রে আবুল বারাকাত সাহেবের জোর দেয়া কতটুকু শরীয়ত সম্মত?
নিবেদক: সালমান নরসিংদী
উত্তর:
আশুরার রোযা রাখা খুবই মর্যাদাপূর্ণ। কিছু হাদীসে রমজানের পরে মুহাররম মাসকে সবচেয়ে ফজিলতপূর্ণ বলা হয়েছে এবং সে মাসে রোযা রাখার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
সুতরাং আবুল বারাকাত সাহেব মুহাররমের রোযাকে ফজিলতপূর্ণ মনে করে জোর দেয়ার দ্বারা সওয়াবের অধিকারী হবেন।
সূত্র: তিরমিযী (হাদীস নং: ৬৮৩), ইবনে মাজাহ (হাদীস নং: ১৭২০), আত তারগীব ওয়াত তারহীব (খন্ড: ২, পৃষ্ঠা: ৪৫)