প্রশ্ন: একজন মুসলমান প্রায় সময় আল্লাহ তাআলাকে গড বা ভগবান বলে ডাকে। অন্য এক ব্যক্তি তাকে নিষেধ করলে সে বলে তাতে কোন সমস্যা নেই। জানার বিষয় হলো, মুসলমান আল্লাহ তায়ালাকে গড বা ভগবান ডাকলে কোন সমস্যা হবে কি-না?
উত্তর: শরীয়তের দৃষ্টিতে আল্লাহ তায়ালার নির্ধারিত নামসমূহ ছাড়াও ভিন্ন ভাষায় অনুবাদ করে ডাকাও জায়েয। তবে বিজাতীয় শিআ’রে পরিণত হয়েছে বা গাইরুল্লাহর জন্য ব্যবহৃত হয় এমন নামে/শব্দে আল্লাহকে ডাকা জায়েজ নেই ।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি আল্লাহকে ভগবান বলা সম্পূর্ণরূপে হারাম। কারণ তা হিন্দুদের শিয়া’র। এমনকি নিষিদ্ধ জেনেও ভগবান নামে ডাকলে কুফরে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে ‘গড’ শুধুমাত্র ‘আল্লাহ’ শব্দের ইংরেজি অনুবাদ মাত্র। তা বিজাতীয় শিআ’র নয়, বিধায় এটি বলা নাজায়েজও নয়। তবে তাও বিজাতীয়দের মধ্যে বহুল প্রচলিত হওয়ায় না বলাই শ্রেয়। (সূত্র: তাতারখানিয়া: ৭/২৮৫, মাহমুদিয়া: ১/২৭০)