মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:৪২
সাম্প্রতিক

অর্ডারী পন্য অর্ডারের তুলনায় বেশী তৈরী করে ফেললে মালিক কে হয়?

প্রশ্ন: রাশেদ সাহেব বাড়ির মালিকের সাথে এই মর্মে চুক্তি করে যে, সে যেন তাকে ৫০ হাজার পাঞ্জাবি তৈরি করে দেয়। উপাদান তথা কাপড়, সুতা ,বোতাম, রাশেদ সাহেব নিজে সরবরাহ করবে। পরবর্তীতে মালিক উক্ত উপাদান দ্বারা ৫০ হাজারের বেশি পাঞ্জাবি তৈরি করে ফেলে। জানার বিষয় হল, এই অতিরিক্ত পাঞ্জাবির মালিক কে হবে? ফ্যাক্টরির মালিক অতিরিক্ত পাঞ্জাবি অন্যত্র বিক্রি করতে পারবে কিনা? এমনিভাবে অন্য কেউ মালিকের পক্ষ থেকে বিক্রি করে কমিশন গ্রহণ করতে পারবে কিনা?

উত্তর: শরিয়া মতে কাউকে কিছু প্রস্তুত করতে দিয়ে মূল উপাদান মালিক সরবরাহ করতঃ প্রস্তুতকারীর সাথে শুধু প্রস্তুতকরণের চুক্তি হলে তা ইজারা চুক্তি বলে গণ্য হয়। আর ইজারাতে প্রস্তুতকারী তার কাজ অনুযায়ী পারিশ্রমিকের উপযুক্ত হয়। পণ্যের মালিক হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে রাশেদ সাহেব ফ্যাক্টরির মালিককে পঞ্চাশ হাজার পাঞ্জাবি তৈরির অর্ডার দিয়ে উপাদান নিজে সরবরাহ করায় চুক্তিটি ইজারা হয়েছে, বিধায় রাশেদ সাহেব চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ করতঃ সবগুলো পাঞ্জাবির মালিক হবে। তবে অতিরিক্ত পাঞ্জাবিগুলোর জন্য প্রস্তুত খরচ দিতে বাধ্য থাকবে। তবে রাশেদ সাহেব অতিরিক্ত পাঞ্জাবি নিতে না চাইলে ফ্যাক্টরির মালিক কাপড়ের মূল্য দিয়ে সে পাঞ্জাবিগুলো রাখতে পারবে। অন্যথায় মালিক সার্ভিস চার্জ দিয়ে তা নিতে বাধ্য থাকবে। অতঃপর তা তিনি অন্যত্র বিক্রি করতেও পারবেন এবং তার পক্ষ থেকে তার অনুমতিক্রমে অন্য কেউ বিক্রি করে কমিশন গ্রহণ করাও বৈধ হবে। (আললুবাব ৩/২৪৯, হিন্দিয়া ৪/৫৬৩)

Loading

Facebook
X
WhatsApp
Telegram