প্রশ্ন: আজমল সাহেব একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক মূল্যবান একটি ঘড়ি দেখে হেফাজতের নিয়তে হাতে নেন। তারপর দীর্ঘদিন এলান ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রচারের পরও কোনো মালিকের সন্ধান পাননি। জানার বিষয় হলো, আজমল সাহেবের এখন কি করনীয় ? এবং প্রচার বাবদ তার যে অর্থ তার খরচ হয়েছে তা কি কুড়ানো বস্তু থেকে কেটে নেয়া বৈধ হবে ?
উত্তর: শরীয়া মতে কুড়িয়ে পাওয়া জিনিসের ক্ষেত্রে দীর্ঘদিন এলান করার পরও যদি মালিক পাওয়া না যায়, তাহলে তা গরীবদেরকে সদকা করে দিতে হয়। আর প্রশাসনের অনুমতি সাপেক্ষে কুড়িয়ে পাওয়া জিনিসের খরচাদি বাবদ তা থেকে কেটে নেয়া বৈধ। বিধায় প্রশ্নোক্ত সুরতে আজমল সাহেব দীর্ঘদিন এলান করার পরও যেহেতু ঘড়ির মালিক পাননি, তাই তা গরীবদেরকে সদকা করে দিবে। আর সে নিজে গরীব হলে কাউকে সাক্ষী রেখে নিজেই তা ব্যবহার করতে পারবে। আর সে যদি প্রশাসনের অনুমতিতে দীর্ঘদিন এলান করে বা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, তাহলে প্রচার বাবদ খরচ তা থেকে কেটে নেয়া বৈধ হবে, অন্যথায় নয়। (দুররে মুখতার:৬/৪২৪, হিন্দিয়া:২/৩০০)