মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:২০
সাম্প্রতিক

চ্যাটিং এর মাধ্যমে ইজাব-কবুল লেখার দ্বারা বিবাহ হবে কি?

প্রশ্ন : জনৈক ছেলে ফেসবুকে এক মেয়েকে ম্যাসেজ পাঠায় যে, ‘‘আমি তোমাকে বিয়ে করতে চাই’’ উত্তরে মেয়েটি লিখে ‘‘আমি রাজী আছি’’ এমতাবস্থায় উভয় পাশেই দুইয়ের অধিক ব্যক্তিগন উপস্থিত ছিল এবং তারা তৎক্ষনাৎ ম্যাসেজটি পড়েছিল।
জানার বিষয় হলো এমতাবস্থায় উক্ত কথার দ্বারা কি উভয়ের বিয়ে সংঘটিত হয়ে গিয়েছে? বিস্তারিত জানালে উপকৃত হবো।

উত্তর : শরয়ী দৃষ্টিতে বাকশক্তি সম্পন্ন ব্যক্তির শুধু লিখিত ইজাব কবুল দ্বারা বিয়ে সহীহ হয় না। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ইজাব-কবুল উভয়টি লিখিত হওয়ায় এ বিয়ে সহীহ হয়নি। :(হিন্দিয়া : ১/৩৩৫, শামী : ৪/৮২)

Loading

Facebook
X
WhatsApp
Telegram