প্রশ্ন: আমরা অনেকেই মানুষ জাতির জান্নাতি বসবাস থেকে দুনিয়ার জীবনে আসার কারণ হিসেবে আদম আ: এর গন্দম ফল খাওয়াকে উল্লেখ করে থাকি এবং চিরস্থায়ী জান্নাতি নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার ওপর আফসোস করে আদম আ: কে দোষারোপ করে থাকি। জানার বিষয় হলো, মানবজাতির দুনিয়াতে আসার ফায়সালাটা কি পূর্বে থেকে করা ছিল? নাকি আদম আ: এর কারণে হয়েছে? আর এভাবে আদম আ: কে দোষারোপ করা কি ঠিক?
উত্তর: কুরআনের ভাষ্য থেকে বোঝা যায় যে, আল্লাহ তা’আলা মানুষ সৃষ্টির পূর্বেই দুনিয়াতে মানুষকে প্রতিনিধি হিসেবে প্রেরণের সিদ্ধান্ত নেন এবং স্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন “إني جاعل في الأرض خليفة” আল্লাহ তাআলার উক্ত বাণী এ কথার প্রমাণ বহন করে যে, মানবজাতি দুনিয়াতে আসার ফায়সালা তার সৃষ্টির পূর্ব থেকেই করা ছিল। অপরদিকে “وعصى آدم” উক্ত আয়াতের প্রকাশ্য অর্থে এ কথা বুঝা যায় যে, আদম ও হাওয়া আ: এর গুনাহের শাস্তি হিসেবে তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। মুহাক্কিক ওলামায়ে কেরাম বিপরীতমুখী এ দুটি বিষয়ের সমাধান এভাবে দিয়েছেন যে, আদম আ: কে দুনিয়াতে প্রেরণের ফায়সালা পূর্বে থেকেই ছিল। কিন্তু প্রকাশ্য কারণ ছিল, তাদের বারণকৃত ফল খাওয়া। তবে আদম আ: দুনিয়াতে এসে তাদের কৃত গুনাহের তাওবা করেছেন এবং আল্লাহ তাআলা স্পষ্ট ক্ষমার ঘোষণা দিয়েছেন। তাই তারা সম্পূর্ণ মা’সুম। তাছাড়া এতে আল্লাহ তাআলার হেকমত নিহিত ছিল।
সুতরাং এরপর কোনো মুমিনের জন্য আদম ও হাওয়া আ: কে দোষারোপ করা বৈধ নয়।
(সূত্র: তাফসীরুল কাবির: ১৪/৫৩, আপকে মাসায়েল: ১১/৫৪)