প্রশ্ন: আমরা জানি স্থানান্তরযোগ্য জিনিস ওয়াকফ করা জায়েয নেই, অথচ মসজিদের জন্য কুরআন শরীফ এবং মাদরাসার জন্য কিতাব ইত্যাদি ওয়াকফ করা হয়। আর এ সবগুলো স্থানান্তর যোগ্য। জানার বিষয় হলো, এগুলোর ওয়াকফ কি সহিহ হবে? হলে কেন? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর: ইসলামী শরীয়া মতে সত্ত্বাগতভাবে স্থানান্তরযোগ্য বস্তুর ওয়াকফ সহীহ নয়। তবে সমাজে প্রচলন থাকলে স্থানান্তরযোগ্য বস্তুর ওয়াকফ সহীহ বলে গন্য হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মসজিদে কুরআন শরীফ, চট ও মাদরাসায় কিতাব ইত্যাদি ওয়াকফ সত্ত্বাগতভাবে সহীহ না হলে ও সমাজে প্রচলন থাকার কারণে এগুলোর ওয়াকফ সহীহ বলে বিবেচিত হবে। (হিদায়া : ৪/৩৯৯, শামী : ৫৫৭)