প্রশ্ন: বর্তমানে বহু হাজী সাহেবকে দেখা যায় যে, তারা হজের বিভিন্ন রূকন পালনরত অবস্থায় সেলফি ও ছবি তুলে ফেসবুক ইত্যাদিতে তা আপলোড করে। জানার বিষয় হলো, হজ পালনরত অবস্থায় ছবি তোলার মতো এমন হারাম কাজ করার দরুন তার হজ্জের মধ্যে কোনো ত্রুটি হবে কি ? এবং এর দ্বারা কোন জরিমানা আসবে কি না?
উত্তর: শরীয়তের দৃষ্টিতে মুহরীম ব্যক্তির উপর যেসব কারণে দম বা জরিমানা আসে, ছবি তোলার সাথে তার কোন সম্পর্ক নেই। তবে ছবি-সেলফি তোলা অনর্থক কাজের অন্তর্ভুক্ত, যা স্বাভাবিক অবস্থায় নিষেধ। আর হজ্জের বিধান পালনের মাঝে তো আরো কঠোরভাবে নিষিদ্ধ।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে হজ পালনরত অবস্থায় ছবি তোলার মতো অনর্থক কাজ করায় হাজী সাহেবদের উপর কোন দম না আসলেও এ ধরনের অন্যায় কাজের জন্য তাওবা-ইস্তেগফার করা জরুরি। (দুররে মুখতার ৩/৬৫০,হিন্দিয়া১/২৮৭)