মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * সকাল ৯:৪৪

হজের উদ্দেশ্যে জমানো টাকায় যাকাতের বিধান

প্রশ্ন: মুহতারম! আমি মধ্যবিত্ত মানুষ, হজ করার তামান্না রাখি। কিন্তু এক মুঠে টাকা জমাতে পারি না। তাই তিন কিস্তিতে দুই বছরে হজ এজেন্সিতে পুরা টাকা জমা করি। আমার জানার বিষয় হলো, হজের জন্য জমাকৃত টাকার উপর যাকাত আসবে কি?

উত্তর: শরয়ী দৃষ্টিকোণে নিজ মালিকানায় প্রয়োজনাতিরিক্ত নেসাব পরিমাণ সম্মদ অবশিষ্ট থাকলে বছরান্তে তার উপর যাকাত ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে হজ এজেন্সিতে জমাকৃত টাকা নেসাব পরিমাণ হলে ভিসা-টিকেট ইত্যাদিতে খরচ করার আগ পর্যন্ত বছরান্তে তার উপর যাকাত আদায় করতে হবে।

সূত্র: বাহরুর রায়েক (২/৩৫৭ যাকারিয়া), তাবয়িনুল হাকায়েক (২/২৪ যাকারিয়া), আহসানুল ফতোয়া (৪/২৬৪ যাকারিয়া)

Loading

Facebook
X
WhatsApp
Telegram