প্রশ্ন: আমার জানার বিষয় হলো, স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকা বা তুই সম্বোধন করা বা বিশেষ কোনো কারণে ভাই-বোন সম্ভোধন করা জায়েজ আছে কি না? যদি বৈধ হয়ে থাকে, তাহলে স্বামীর চেয়ে স্ত্রীর বয়স কম বা বেশি হওয়ার শর্ত আছে কি না?
উত্তর: স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি গভীর ভালোবাসার পাশাপাশি ভক্তি শ্রদ্ধা ও সম্মানবোধ থাকা আবশ্যক। তাই স্বামীর সাথে এমন আচরণ করা যাবে না যারা দ্বারা স্বামীর অসম্মান প্রকাশ পায়। এক্ষেত্রে বয়সের পার্থক্যের তেমন কোন গুরুত্ব নেই।
সুতরাং স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকা বা তুই সম্বোধন করার দ্বারা যেহেতু স্বামীর প্রতি অসম্মান প্রকাশ পায়, তাই স্বামীকে এ ধরনের শব্দ দ্বারা সম্বোধন করা ঠিক নয়। তবে ভাই বোন সম্বোধন করার দ্বারা যদিও অসম্মান প্রকাশ পায় না, কিন্তু এ ধরণের সম্বোধন করা অনুচিত। উল্লেখ্য যে, শব্দের ব্যবহার ও প্রয়োগ একান্তই প্রথা ও পরিবেশের উপর নির্ভরশীল তাই যেখানে যে শব্দ দ্বারা সম্বোধন করার দ্বারা অসম্মান প্রকাশ পায় সেখানে সে শব্দ দ্বারা স্বামীকে সম্বোধন করা উচিত নয়।
সূত্র: রদ্দুল মুহতার (৯/৫৯৯, আযহার), ফাতাওয়া উসমানি (২/৩০৮, করাচি), (৪/৬০২, যাকারিয়া), আল-বাহরুর রায়েক (৫/৩২১, যাকারিয়া)
الموسوعة الفقهية ( ٣٨/337 ): ذكر الحنفية انه يكره أن يدعو الرجل أباه وأن تدعو المراه زوجها باسمه بل لابد من لفظه يفيد التعظيم