প্রশ্ন: কোন ব্যক্তি যদি তার স্ত্রীর পক্ষ থেকে তার অনুমতিক্রমে ওয়াজিব কুরবানী দেয়, আর যদি তার উদ্দেশ্য থাকে যে আমি তার পাওনা মোহর আদায় করে দিচ্ছি, তার এই কাজটি শরীয়ত সম্মত হবে কি-না? অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে কোরবানি ও মহর উভয়টি আদায় হবে কি?
উত্তর: শরয়ী দৃষ্টিকোণে স্ত্রীর কোরবানি তার অনুমতিক্রমে আদায় করা জায়েজ। আর স্বামীর জন্য এই ক্ষেত্রে ব্যয়কৃত টাকা মোহর হিসাবে গণ্য করার ও সুযোগ আছে ।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনি যেহেতু স্ত্রীর অনুমতিক্রমে তার পক্ষ থেকে কোরবানি আদায় করেছেন তাই তার কোরবানি আদায় হয়ে যাবে এবং স্বামীর জন্য এই ক্ষেত্রে ব্যয়কৃত টাকা মোহর বাবদ নিয়ত করাও দর্তব্য হবে। কারণ কোরবানি এমন একটি বিষয় যা স্বামীর উপর স্ত্রীর পক্ষ থেকে আদায় করা আবশ্যক নয়; বরং তার স্ত্রীর ব্যক্তিগত মাল থেকেই আদায় করতে হয়। (হিন্দিয়া ৫/ ৩৪৮,রহিমিয়া১০/৩৬)