মাসায়েল24

২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:৩৫
সাম্প্রতিক

সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার পর ভুলে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি?

প্রশ্ন : এক ব্যক্তির উপর সেজদা সাহু ওয়াজিব হয়েছে কিন্তু সে সেজদা সাহু আদায় করতে ভুলে যায় এবং সালাম ফিরিয়ে নেয়, এরপর তাশাহুদ এর সুরতে বসা অবস্থাই তার সেজদাসাহু এর কথা স্বরণ হয় এবং সে সাথে সাথেই সেজদাসাহু আদায় করে নেয়। মুহতারাম এর নিকট আমার জানার বিষয় হলো, উক্ত ব্যক্তির নামায সহীহ হিসাবে গণ্য হবে কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর : ইসলামী শরিয়া মতে সাহু সেজদা ওয়াজিব হওয়া সত্ত্বেও ভুলবশত: তা আদায় না করে সালাম ফিরানোর পর যদি নামায ফাসেদকারী কোন কাজ করার পূর্বেই সাহু সিজদা আদায় করে নেয়, তাহলে তার নামায সহিহ হয়ে যায়, অন্যথায় নয়।
সুতরাং প্রশ্নোল্লিখিত ব্যক্তি সালাম ফিরানোর পর কথাবার্তা বা নামায বিনষ্টকারী কোন কিছু না করে তাশাহুদের সুরতে বসা অবস্থায় সাহু সেজাদা আদায় করে নিলে তার নামায সহিহ বলে গণ্য হবে। অন্যথায় সহিহ বলে গণ্য হবে না। (হিদায়া :১/৩৪২, খুলাসা:১/১৭৩, উসমানী:১/৪৯৪, উমদাতুল ফিকহ:২/২৩৭)

Loading

Facebook
X
WhatsApp
Telegram