মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * সকাল ৯:৪৭

সাত দিন অতিক্রম হওয়ার পর আকীকা করার বিধান

প্রশ্ন: বর্তমানে অনেক পরিবারকে দেখা যায় যে, তারা স্বপরিবার মিলে আকীকা করে। আমার জানার বিষয় হল, সাত দিনের পরে আকীকা করলে সুন্নত আদায় হবে কিনা এবং সাত দিনের পরে আকিকা করার নিয়ম কি?

উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী বাচ্চা জন্মের ৭, ১৪, ২১ দিনের মাথায় আকিকা করা মুস্তাহাব। এরপর করলে মুস্তাহাব বাকি না থাকলেও আকীকা সহীহ হয়ে যাবে। সুতরাং প্রশ্নোক্ত সূরতে আকীকা করলে আকীকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। (ফয়জুল বারী ৫/৬৪৮, তানকীহ ২/৩৬৮)

Loading

Facebook
X
WhatsApp
Telegram