প্রশ্ন: সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ বিল খুব বেশি করে নির্ধারণ করায় কোনো মিটার ব্যবহার না করে সরকারী লাইন থেকে সরাসরি চোরাই লাইন ব্যবহার করলে তা চুরি হিসাবে সাব্যস্ত হবে কি? না হলে কেন? বিস্তারিত জানাবেন এবং তার জরিমানা দিতে হবে কি? চোরের হাত কাটা যাবে কিনা?
উত্তর: শরয়ী দৃষ্টিকোণে শরয়ী দন্ডযোগ্য চুরি সাব্যস্ত হওয়ার জন্য অন্যতম শর্ত হলো, চুরিকৃত জিনিসটি পরিপূর্ণ মাহফুজ (সংরক্ষিত) থাকা। অন্যথায় তাকে চুরি বলা হলেও চুরির শরীয়ত নির্ধারিত দন্ড কার্যকর করা যাবে না। সুতরাং প্রশ্নোক্ত সুরতে বিদ্যুৎ মাহফুজ (সংরক্ষিত) মালের অন্তর্ভুক্ত না হওয়ায় সরকারি লাইন থেকে মিটার ব্যবহার ব্যাতিরেকে সরাসরি চোরাই লাইন ব্যবহার করলেও তাকে চুরির শরীয়ত নির্ধারিত শাস্তি প্রয়োগ করা হবে না। তবে তা সাধারণ চুরির অন্তর্ভুক্ত হওয়ায় সরকারের নীতিমালা অনুযায়ী দন্ড প্রদান করা যাবে এবং সে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছে তার মূল্য জরিমানা হিসেবে নিতে পারবে। (বাহারুর রায়েক: ৫/৮৬, হিন্দিয়া: ২/১৮৬)