মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * সকাল ৯:৪৪

রোজা অবস্থায় নাক কান দিয়ে পানি ঢুকলে তার বিধান কী?

প্রশ্ন :এক ব্যক্তি রোজা অবস্থায় পুকুরে গোসল করতে গিয়ে নাক কান দিয়ে পানি ঢুকে যায়। এখন জানার বিষয় হলো এমতাবস্থায় কি তার রোযা ভেঙ্গে যাবে? যদি যায় তাহলে কি কাফফারা দিতে হবে?

উত্তর: শরয়ী দৃষ্টিতে রোজার কথা স্বরণ না থাকা অবস্থায় নাক দিয়ে পানি প্রবেশ করলে রোজা নষ্ট হয় না। তবে রোজা স্মরণ থাকাবস্থায় পানি প্রবেশ করে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে গেলে রোজা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে পরবর্তীতে শুধু কাযা করা আবশ্যক হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে গোসলরত অবস্থায় যদি রোজার কথা স্বরণ না থাকে এমতাবস্থায় নাক দিয়ে পানি প্রবেশ করার দ্বারা রোজা নষ্ট হবে না। তবে রোজা স্মরণ থাকলে পানি প্রবেশ করে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে থাকলে রোজা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে শুধু কাযা করা আবশ্যক হবে। তবে কান দিয়ে পানি প্রবেশের ফলে কোন অবস্থাতে রোজা নষ্ট হয় না । (হিন্দিয়া ১/২৬৫-২৬৬)

Loading

Facebook
X
WhatsApp
Telegram