মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * সকাল ৯:৪৯

রেডিও-টেলিভিশনের সংবাদের উপর ভিত্তি করে রোযা রাখার বিধান

প্রশ্ন: আকাশ মেঘলা থাকার কারণে অনেক সময় চাঁদ দেখা সম্ভব হয় না। সেক্ষেত্রে হেলাল কমিটি চাঁদ দেখে, আর তা রেডিও-টেলিভিশনে প্রকাশ করে। সরাসরি হেলাল কমিটি বা যারা চাঁদ দেখেছে তাদের থেকে সংবাদ শুনা যায় না। এখন আমার জানার বিষয় হলো, উক্ত সংবাদদাতার কথার উপর ভিত্তি করে চাঁদ উঠেছে মনে করে রোজা রাখা জরুরী কি-না?

উত্তর: রেডিও বা টেলিভিশনের মাধ্যমে প্রচারিত খবরের উপর ভিত্তি করে আমল করার জন্য সরকার বা তার প্রতিনিধির পক্ষ থেকে সিদ্বান্তকৃত সংবাদ হুবহু প্রচার করা শর্ত।
সুুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে সংবাদদাতার সংবাদের উপর ভিত্তি করে বর্ণিত শর্ত সাপেক্ষে রোজা রাখা হলে, উক্ত রোযা সহিহ বলে বিবেচিত হবে।

সূত্র: আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ (খন্ড: ১, পৃষ্ঠা: ৫১৯, তাওফিকিয়্যা), রদ্দুল মুহতার (খন্ড: ২, পৃষ্ঠা: ৩৮৪, সাঈদ), ইমদাদুল আহকাম (খন্ড: ২, পৃষ্ঠা: ১২২, দারুল উলুম করাচি)

رد المحتار: 2/384، والظاهر أنه يلزم أهل القرى الصوم بسماع المدافع أو رؤية القناديل من المصر؛ لأنه علامة ظاهرة تفيد غلبة الظن وغلبة الظن حجة موجبة للعمل

Loading

Facebook
X
WhatsApp
Telegram