প্রশ্ন:জনাব খালেদ সাহেব এর মালিকানায় ২ শতাংশ জমি আছে। ওই জমিনের আয় দিয়েই তিনি সংসারের প্রয়োজনে পূরণ করেন। তার আয়ের আর কোনো উৎস নেই, কিন্তু ওই ২ শতাংশ জমিনের মূল্য দুই কোটি টাকা। জানার বিষয় হল এমতাবস্থায় খালেদ সাহেবের উপর হজ্জ ফরজ হবে কি ?
উত্তর: শরীয়া মতে হজ ফরজ হওয়ার শর্তসমূহের মধ্যে একটি শর্ত হলো, প্রয়োজন অতিরিক্ত সম্পদ দ্বারা যাবতীয় খরচের উপর সক্ষম হওয়া। অন্যথায় হজ ফরজ হয় না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে খালেদ সাহেব এর মালিকানায় যে ২ শতাংশ জমিন আছে যেহেতু তা তার প্রয়োজনের অন্তর্ভুক্ত, তাই জনাব খালেক সাহেবের উপর হজ ফরয হবে না। (হিদয়া২/১৫০,গুনিয়া ২০)