মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * সকাল ৯:৪৪

মুসাফিরের ওপর কুরবানী ওয়াজিব কি-না?

প্রশ্ন: আমার এক বন্ধু নেসাবের মালিক, ১০ ও ১১ জিলহজ্ব তিনি নিজ এলাকা ঢাকাতে অবস্থান করেছেন, কিন্তু কোরবানী করেননি। ১২ জিলহজ্ব সকালে ব্যবসার কাজেই তিন দিনের জন্য চট্টগ্রামে চলে যান। জানার বিষয় হলো তার উপর কোরবানী করা ওয়াজিব হবে কি ? উল্লেখ্য: চট্টগ্রাম তার নিজ ভূমি নয় এবং সেখানে তার কোন আত্মীয়-স্বজনও থাকে না।

উত্তর: শরয়ী দৃষ্টিকোণে কোরবানি ওয়াজিব হওয়ার বিষয়টা শেষ সময়ের উপর নির্ভরশীল, তাই যদি কোন ব্যক্তি কোরবানির দিনগুলো শেষ হওয়ার আগ মুহূর্তে সে সফর করে মুসাফির হয়ে যায়, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব নয়।

সুতরাং প্রশ্নোরক্ত সুরতে উক্ত ব্যক্তি যদি ১০ ও ১১ ই জিলহজ্ব নিজ বাসস্থানে অবস্থান করার পরেও কোরবানির দিন শেষ হওয়ার পূর্বেই যেহেতু মুসাফির হয়ে গেলেন, তাই তার ওপর থেকে কোরবানির আবশ্যকীয়তা রহিত হয়ে  গেছে। অন্যথায় মুসাফির না হলে কোরবানি করতে হবে। (হিন্দিয়া ৫/৩৩৭,আহসানুল ফাতাওয়া ৭/৫১৯)

Loading

Facebook
X
WhatsApp
Telegram