প্রশ্ন: এক ব্যক্তি মান্নত করল যে, এই বৎসর তার নির্দিষ্ট একটি গাছের ফল মসজিদে দান করবে, কিন্তু ফল হওয়ার পর তা চুরি হয়ে যায়। জানার বিষয় হলো, এই সুরতে উক্ত ব্যক্তি কসম ভঙ্গকারি হবে কি-না ?
উত্তর: ইসলামী শরীয়া মতে কোন নির্দিষ্ট জিনিসের মান্নত করলে, তা পূরণ করা ওয়াজিব হওয়ার জন্য সেই জিনিসটি বাকি থাকা শর্ত অন্যথায় তার আবশ্যকীয়তা বাতিল হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যেহেতু উক্ত ব্যক্তি এ বছর নির্দিষ্ট গাছের ফল সদকা করার মান্নত করে ছিলো বিধায় ফল চুরি হয়ে যাওয়ায় তার উপর সেই মান্নত পূরণ করা ওয়াজিব নয়। আর এতে সে কোন প্রকার কসম ভঙ্গকারী বা গুনাহগার হবে না। (বাদায়ে৬/২৭৫, রদ্দুল মুহতার:৯/৫৩৯)