মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * সকাল ৯:৫২

মানুষ গুমকারীদের ব্যাপারে শরয়ী বিধান

প্রশ্ন:  বর্তমানে মানুষ গুম করার যে প্রথা বা প্রবণতা বিরাজ করছে, তা খুবই দুঃখজনক ও উৎকণ্ঠার কারণ হয়ে দাড়িয়েছে।  এ কারণে অনেক সমস্যার সম্মুখিন হয়ে বসবাস করছে আমাদের এই সমাজ। তাই সময়ের দাবী হিসেবে এ ব্যাপারে এবং উক্ত গুমকারীদের ব্যাপারে শরীয়ার সঠিক সমাধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর: শরয়ী দৃষ্টিতে যে কোনো অপরাধীর অপরাধ প্রমাণে শরীয়া ও রাষ্ট্রীয় আইনে নির্ধারিত শাস্তির বিধান রয়েছে। আর বর্তমানে প্রচলিত গুম এটা রাষ্ট্রীয় বা শরয়ী কোনো শাস্তি নয়। তাই কোনো বাহিনী বা ব্যক্তি উদ্যোগে যে বা যাকেই গুম করা হবে, তা শরীয়াও রাষ্ট্রীয় আইনে শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে। এমনকি গুমের উদ্দেশ্য ও অপরাধের ধরণ অনুযায়ী কিসাস থেকে শুরু করে লঘু শাস্তির যে কোনোটি আরোপ হতে পারে। এ ব্যাপারে রাষ্ট্র সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা দিতে না পারলে ব্যর্থতার দায় রাষ্ট্রকে ও নিতে হবে। (হিন্দিয়া : ২/১৮১, আল ফিকহুল ইসলামী : ৭/৫৬০০)

Loading

Facebook
X
WhatsApp
Telegram