মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * সকাল ৯:৩৬

বহুদিন পর ইলমী আলোয় উদ্ভাসিত জাতীয় মসজিদের মিম্বর : মুফতি মিজানুর রহমান সাঈদ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সর্বজন শ্রদ্ধেয় ও একজন জাতীয় পর্যায়ের গবেষক, বিশ্ব নন্দিত  ইসলামিক স্কলার ও নিভৃতচারি আলেম, আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেবকে খতিব পদে নিয়োগ দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানিয়েছেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ।  তিনি বলেন, বহুদিন পর জাতি একজন দক্ষ ও যথোপযুক্ত খতীব পেলো। আলহামদুলিল্লাহ।

মুফতি মিজান সাহেব আরো বলেন,  রাব্বে কারীম নবনিযুক্ত খতীব সাহেবকে এই মহান দায়িত্ব ও কর্তব্য পালনে বিচক্ষণতা, সর্বোচ্চ হিকমাহ দান করুন এবং সকলকে এই নিয়ামত এর যথার্থ মূল্যায়ন করার তাওফীক দান করুন। আমীন।

নিউইয়র্ক থেকে: মুফতি মিজানুর রহমান সাঈদ

Loading

Facebook
X
WhatsApp
Telegram