মাসায়েল24

২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৮:৫৫
সাম্প্রতিক

মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গা নিজ প্রয়োজনে ব্যবহার করা যাবে কি না?

প্রশ্ন : হাসান সাহেব মসজিদের জন্য একটি জায়গা ওয়াকফ করেন, কিন্তু অনেক দিন হলেও সেখানে এখনো মসজিদ নির্মান করা হয়নি। ইতিমধ্যে সে গরীব হয়ে যায়। তাই সে চাইতেছে যেহেতু এখনো মসজিদ নির্মান করা হয়নি। তাই জায়গাটি বিক্রি করে অরো কিছুদিন বেঁচে থাকবে। জানার বিষয় হলো, তার জন্য এমনটি করা জায়েয হবে কি-না?
উত্তর: ইসলামী শরীয়া মতে মৌখিকভাবে নির্দিষ্ট কোনো সম্পদ ওয়াকফ করলেই ওয়াকফ সহীহ হয়ে যায়। আর ওয়াকফকারীর জন্য তার ওয়াকফকৃত জায়গা ফেরৎ নেওয়া বা তাতে মালিকানামূলক কোনো ধরনের হস্তক্ষেপ করার অধিকার বাতিল হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মৌখিকভাবে ওয়াকফের দ্বারা যেহেতু হাসান সাহেবের ওয়কফ সহিহ হয়ে গেছে বিধায় ওয়াকফকৃত স্থানে মসজিদ তৈরী বা নামায শুরু না হলেও হাসান সাহেবের জন্য সে জায়গাটি নিজ প্রয়োজনে ব্যবহার করা বা বিক্রি করার কোনো অধিকার নেই। (আল ফিকহুল হানাফী : ২/৩৭৪, তানবীরুল আবসার : ৬/৫৪৬)

Loading

Facebook
X
WhatsApp
Telegram