প্রশ্ন : অনেক এলাকায় এমন হয় যে, একে অপরকে টাকার মাধ্যমে হত্যা করায়, এরূপ এক ঘটনা নারায়নগঞ্জেও হয়েছে, চাচাত ভাই এক সন্ত্রাসীকে একলাক টাকা দিয়েছে জেঠাত ভাইকে হত্যা করার জন্য, ফলে জেঠাত ভাইকে হত্যা করে ফেলে। জানার বিষয় হলো, এহেন সময় নিহত ব্যক্তির কাফফারা-দিয়ত কার উপর বর্তাবে এবং সরকার কাকে ধরবে। বিস্তারিত জানালে উপকৃত হবো।
উত্তর: শরয়ী দৃষ্টিতে শাস্তি বা প্রতিদান কার্য সম্পাদনকারীর সাথে সম্পৃক্ত, নির্দেশদাতার সাথে নয়। আর যে সমস্ত অপরাধের শরীয়ত কর্তৃক নির্দিষ্ট কোনো শাস্তি নেই, সে সকল অপরাধের জন্য তাযীরের বিধান রয়েছে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে চাচাতো ভাই খুনের আদেশ দিলেও খুনের কাজ যেহেতু ভাড়াটে খুুনিই সম্পন্ন করেছে বিধায় ভাড়াটে খুনির উপর হত্যার শাস্তিস্বরূপ কেসাস বা দিয়ত আসবে। আর খুনের নির্দেশদাতা নিহতের চাচাতো ভাইয়ের ব্যাপারে শরীয়ত কর্তৃক নির্দিষ্ট কোনো শাস্তি না থাকলেও এটা যেহেতু জঘন্যতম অপরাধ এবং খুনের চাইতে কোনো অংশ কম নয়, বিধায় সরকার তাকেও গ্রেফতার করে যথাপোযুক্ত শাস্তি প্রদান করবে এবং অপরাধের মাত্রা ও সীমালঙ্গন বিবেচনা করে আদালত তাকে আজীবন কারাদন্ড বা চাইলে মৃত্যুদন্ডও দিতে পারবে। (হিন্দিয়া : ৩/২৮, রদ্দুল মুহতার : ৫/৯৯)