প্রশ্ন: সালমান সাহেব ও মামুন সাহেবের একটি শরিকানা ভিত্তিক জমি আছে, জায়গাটি সংকীর্ণ এদিকে তাদের পাশের জমির মালিক তার আপন ভাইয়ের কাছে তার নিজের জমি বিক্রি করে দেন। যখন তারা জানতে পারেন সালমান সাহেব উক্ত জমির শুফআর দাবি করেন মামুন সাহেব অস্বীকৃতি জ্ঞাপন করেন। জানার বিষয় হলো, শুফার ভিত্তিতে সালমান সাহেব উক্ত জমির অর্ধেক অর্ধ মূল্য দিয়ে ক্রয় করতে পারবেন কি না?
উত্তর: শরয়ী দৃষ্টিতে হককে শুফআ সাব্যস্ত হওয়ার জন্য বিক্রিত জমির পরিপূর্ণ জমির উপরই শুফআ দাবি করা আবশ্যক, অন্যথায় শুফআ বাতিল হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপন ভাই মূল জমির মধ্যে শরিক না হয়ে থাকলে সালমান সাহেবের জন্য পূর্ণ জমির উপর শুফআ সাব্যস্ত হবে। তবে তিনি চাইলে পূরো জমিনই নিতে হবে, অন্যথায় ছেড়ে দিতে হবে। অর্ধেক নেওয়ার সুযোগ নেই। (আদ্দুররুল মুখতার: ৯/৩৭০, বাহরুর রায়েক: ৯/২৩২)