মাসায়েল24

২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:১১
সাম্প্রতিক

বাসর রাতের আদব ও মুস্তাহাব সমূহ

প্রশ্ন : কিছু দিন পরেই আমার বিবাহ হবে, আমি চাই আমার প্রত্যেকটা কাজ সুন্নাত মোতাবেক হোক। তাই আমি জানতে চাই, বাসর রাতের সুন্নাত আমল গুলো কি কি? এবং আদবগুলো কি কি? বিস্তারিত জানাবেন?

উত্তর : ইসলামী শরয়ীা অনুযায়ী বাসর রাতের কিছু সুন্নাত ও আদব নিম্নে তুলে ধরা হলো:
১/ কনেকে গোসল দিয়ে উত্তম রূপে সাজিয়ে স্বামীর কাছে পাঠানো এবং বাসর ঘরকে সাজিয়ে সুগন্ধময় করা।
২/ বিছানায় যাওয়ার আগে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বিছানায় গিয়ে স্ত্রীকে প্রথমে সালাম দেয়া।
৩/ অতপর বিসমিল্লাহ বলে স্ত্রীর মাথার অগ্রভাগের চুল ধরে এই দোয়া পড়া মুস্তাহাব:

 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

৪/ সহবাসের পূর্বে স্বামী,  স্ত্রীর সাথে বিনোদনমূলক কথা-বার্তা এবং সোহাগ ও উষ্ণতাপূর্ণ স্পর্শ ও চুম্বনের মাধ্যমে স্ত্রীর খাহেশাতকে জাগিয়ে তোলা।
৫/ সহবাস শুরু করার পূর্বে এই দোয়া পড়া: بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
৬/ উভয়ে পরিতৃপ্ত হওয়া পর্যন্ত পৃথক না হওয়া।
৭/ সহবাসের সময় উভয়ে সম্পূর্ন বস্ত্রহীন না হওয়া।
৮/ একটি কাপড়ের টুকরা রাখা যার দ্বারা স্ত্রী থেকে ফারেগ হওয়ার পর উভয়ে তাদের বিশেষ স্থান মুছে নিতে পারে।
৯/ পুনরায় মিলিত হতে চাইলে নতুন ভাবে গোসল করে নেয়া, তা না হলে শুধুমাত্র ওজু করে নেয়াই যথেষ্ট।
১০/ স্বামী-স্ত্রীর পরষ্পরের গোপন কথা অন্যের নিকট বর্ণনা না করা।

(ফিকহুল হানাফী : ২/১১১, হক্কানিয়া : ৪/৪৩৭)

Loading

Facebook
X
WhatsApp
Telegram