প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে কিসাসের বিধান পালন করা যাবে কি না? কিসাসের বিধান পালনার্থে কি কি শর্ত প্রয়োজন? জানিয়ে বাধিত করবেন।
উত্তরঃ শরয়ী দৃষ্টিতে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য ইসলামী রাষ্ট্র ও ইমাম বা তার প্রতিনিধি থাকা আব্যশক।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে কেসাস নেয়ার হক যদিও হত্যাকৃত ব্যক্তির ওলীর, কিন্তু শরীয়তের সিদ্ধান্ত অনুযায়ী এই অধিকার অর্জনের জন্য কোন মুসলমান বিচারক বা তার প্রতিনিধির সিদ্ধান্ত নেয়া আবশ্যক। আর বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না হওয়ায় শরয়ী কেসাস বাস্তবায়ন করা যাবে না: বরং তা রাষ্ট্রীয় আইনেই বিচার্য বলে বিবেচিত হবে। (তাফসীরে কুরতবী : ২/২১৮, কিতাবুল ফাতাওয়া : ৬/৫৪)