প্রশ্ন: মুহতারাম! মাহমুদ সাহেবের প্রয়োজনের অতিরিক্ত একটি জমি আছে, যা তিনি বাড়ী বানাবেন বলে ক্রয় করেছেন। জানার বিষয় হলো এই জমির মূল্যের উপর যাকাত আসবে কিনা?
উত্তর: শরয়ী দৃষ্টিতে বর্ধনশীল নয় এমন বস্তুতে যাকাত আবশ্যক হওয়ার জন্য ব্যবসার নিয়ত থাকা শর্ত। অন্যথায় যাকাত ওয়াজিব হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জমি যেহেতু বর্ধনশীল সম্পদ নয় বিধায় তাতে ব্যবসার নিয়ত না থাকায় মাহমুদ সাহেবের সেই জমির মূল্য নেসাব পরিমাণ হলেও তাতে যাকাত আবশ্যক হবে না।
সূত্র: তানবীরুল আবসার, (৩/২১৪, আযহার), খিযানাতুল ফিক্হ, (পৃঃ ৭২, গাফুরিয়্যা আসিমিয়্যা), ফতোয়ায়ে নূরুল হুদা, (পৃঃ ৬৮, মীর মোহাম্মাদ কুতুবখানা)