প্রশ্ন: এক যুবক ও যুবতী অবৈধ প্রেমের এক পর্যায়ে একই মটর সাইকেল করে বিনোদন কেন্দ্রে ঘুরতে যায়। আসতে বেশী রাত হওয়ায় পথে পুলিশ তাদেরকে আটকিয়ে ঘুষ নেয়ার জন্য বলে বিবাহ ছাড়া এই মেয়েটিকে নিয়ে চলাফেরা করা অপরাধ হয়েছে,তাই ছাড়া হবে না। তখন যুবক বলে মানে ? এইটা আমার স্ত্রী। তখন পুলিশ মেয়েটিকে বলে তার কথা সঠিক কি না? সে বলে, হ্যাঁ। প্রশ্ন হলো যুবক-যুবতির চাপের মুহুর্তে উক্ত কথার দ্বারা বিবাহ সম্পন্ন হয়ে যাবে কি না ?
উত্তর: শরয়ী বিধানমতে অবিবাহিত ছেলে মেয়ে একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে স্বীকারোক্তি বা পরিচয় দেয়ার দ্বারা বিবাহ সংগঠিত হয় না। বরং বিবাহ সংগঠিত হওয়ার জন্য বর-কনে,সাক্ষীর উপস্থিতিতে মৌখিকভাবে ইজাব-কবুল করা শর্ত। বিধায় প্রশ্নোক্ত সুরতে যুবক-যুবতি পুলিশের সামনে নিজদেরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেয়ার দ্বারা তাদের মাঝে বিবাহ সম্পাদিত হয়নি।
সূত্র: ফাতাওয়া হক্কানিয়া (৪/৩১৫, হক্বানিয়া), আল-মুহিতুল বুরহানী (৪/২০১, ইদারাতুল কুরআন), ফাতাওয়া হিন্দিয়া (১/৩৪৬,যাকারিয়া) , বিদায়াতুল মুবতাদী (৩/৫০৩, বুশরা)
الفتاوى الهندية (১/৩৩৬،دار الفكر): واما ركنه الإيجاب والقبول والإيجاب ما يتلفظ به أولا من أي جانب كان والقبول جوابه