প্রশ্ন : আমাদের দেশের আইন আছে যে, গাড়ী এক্সিডেন্ট এ যদি কোন লোক মারা যায়, তাহলে তার জরিমানা হলো ৬০ হাজার টাকা, আর যদি আহত হয় তাহলে সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসা বাবদ খরচ দিতে হয়। জানার বিষয় হলো রাষ্ট্রের উক্ত আইনের ব্যাপারে শরয়ী বিধান কি? নাকি কেসাসই নিতে হবে?
উত্তর: শরিয়তের দৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে এক্সিডেন্টের মাধ্যমে কেউ নিহত হলে প্রাণের কেসাস আর অঙ্গহানী হলে অঙ্গের কেসাস সাব্যস্ত হয়। আর অনিচ্ছাকৃতভাবে হলে শুধুমাত্র দিয়ত আসে। তবে ড্রাইভারের কোনো ভুল না থাকলে এবং নিহত বা আহত ব্যক্তিকে বাঁচানোর কোনো সুযোগ না থাকলে সেক্ষেত্রে কোনো জরিমানা ওয়াজিব হবে না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যেই এক্সিডেন্ট করে মানুষ মেরে থাকলে কেসাস (মৃত্যুদন্ড) সাব্যস্ত হবে। আর হত্যার কোনো উদ্দেশ্য ছাড়া অনিচ্ছাকৃতভাবে হলে তার কর্তৃপক্ষের উপর দিয়ত আবশ্যক হবে। তবে অঙ্গহানী হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র তার নিজের উপরই দিয়ত আসবে, অন্যকারো উপর নয়। আর ড্রাইভারের কোনো ভুল ও সীমালঙ্গন না থাকলে সেক্ষেত্রে ড্রাইভারের উপর কোনো ধরনের জরিমানা আসবে না। আর আমাদের রাষ্ট্রীয় আইন যেহেতু উপরোক্ত শরীয়া বিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয় তাই তা একমাত্র রাষ্ট্রীয় আইন হিসেবে বিবেচিত হবে। শরয়ী আইনের সাথে এর কোনো সম্পর্ক নেই। (মুহিতুল বুরহানী: ২০/৩২৯, উসমানী : ৩/৫৪)