প্রশ্ন: গত কোরবানিতে আমাদের এলাকার এক গরিব লোক তার মান্নতের একটি বকরী কুরবানি দেয়। কিন্তু বকরির বয়স এক বছর থেকে কয়েক দিন কম ছিল আমরা তাকে বারণ করার পরেও সে বলে যে, দু’এক দিন কম-বেশি হলে সমস্যা নেই। তাই সে কোরবানি করে ফেলে। জানার বিষয় হল, তার কোরবানি কি সহীহ হয়েছে?
উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী কোরবানি আদায় হওয়ার জন্য পশুর নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়া আবশ্যকীয়, তথা উটের জন্য পাঁচ বছর, গরু এবং মহিষের জন্য দুই বছর, ছাগলের জন্য এক বছর- এর থেকে সামান্য কম হলেও কোরবানি আদায় হবে না। অবশ্য ভেড়া ও দুম্বা খুব মোটা তাজা হলে ৬ মাসের দুম্বা এক বছরের মতো মনে হলে তা কোরবানির জন্য যথেষ্ট হবে।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে কুরবানীর জন্তু বকরী হওয়ায় একবছর পূর্ণ হওয়া আবশ্যক ছিলো, কিন্তু তাতে কয়েক দিন কম থাকায় তার কুরবানী সহীহ হয়নি। (বাহার ৯/৩২৪, দারুল উলূম দেওবন্দ ১৫/৫৪২)