মাসায়েল24

১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ২:০৬

কোন কোন জিনিস স্ত্রীকে মহরের নিয়তে দেয়ার দ্বারা মহর আদায় হয়

প্রশ্ন : বর্তমানে সামাজিক মান সম্মানের প্রতি লক্ষ করে অনেক টাকা মহর ধার্য করা হয়। যা আদায় করা ছেলের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। জানার বিষয় হলো:- স্ত্রীকে জিনিসপত্র দেয়ার ক্ষেত্রে মহরের নিয়তে দিয়ে থাকলে মহর হিসেবে আদায় হবে কি? যদিও স্ত্রী এ ব্যাপারে অজ্ঞাত থাকে। এবং এক্ষেত্রে কোন ধরনের জিনিস মহর হিসাবে গণ্য করা যাবে? আর কোন ধরনের যাবে না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর : শরয়ীতের দৃষ্টিতে মহর হচ্ছে স্ত্রীর গুণাগুণ বিবেচনায় স্বামীর সাধ্যানুযায়ী স্ত্রীর অধিকার। তাই স্বামীর সাধ্যের বাহিরে কিংবা লোক দেখানোর জন্য অতিরিক্ত মহর ধার্য করা শরয়ীতে গর্হিত কাজ। পাশাপাশী স্ত্রীর প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, খাবার ও বাসস্থান ছাড়া অন্য কোনো জিনিস মহরের নিয়তে স্ত্রীকে দেওয়ার দ্বারা তা মহর হিসাবে আদায় হয়।
সুতরাং প্রশ্নোক্ত  সুরতে সামাজিক মান সম্মানের প্রতি লক্ষ করে স্বামীর সাধ্যের বাহিরে কিংবা লোক দেখানোর জন্য অতিরিক্ত মহর ধার্য্য করা অনুচিৎ। আর স্ত্রীর প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, খাবার, বাসস্থান ছাড়া অন্য যে কোনো জিনিস স্ত্রীর অজ্ঞাতসারে মহরের নিয়তে দেয়ার দ্বারাও মহর আদায় হয়ে যায়। তবে এটি যেহেতু স্ত্রীর অধিকার, তাই তাকে জানিয়ে দেয়া উত্তম। যেন পরে এ নিয়ে দ্বন্ধ সৃষ্টি না হয়। (বাকারা ২৩৬, তিরমিজি ১১১, তাতারখানিয়াহ ৩/২১০, হাক্কানীয়া ৪/৩৫৮)

Loading

Facebook
X
WhatsApp
Telegram