প্রশ্ন: এক ব্যক্তি প্রায় সময়ই মাজারে যান, তিনি একদিন সেখানে একটি স্বর্ণের টুকরা পান, যেহেতু অনেক মানুষ পীর সাহেবকে টাকা পয়সা স্বর্ণ-রূপা ইত্যাদি দিতে আসে, তিনি অনেক খোঁজাখুঁজির পরও মালিক পাননি, তাই নিজের জন্যই তা খরচ করা শুরু করে দেন। জানার বিষয় হলো, উক্ত স্বর্ণের টুকরাটি তার নিজের জন্য খরচ করা বৈধ হবে কি না? জানাবেন।
উত্তর: শরীয়া মতে অন্যের হারানো সম্পদ ধ্বংস হয়ে় যাওয়ার প্রবল ধারণা হলে, তা কুডি়য়ে় নিয়ে় যথাসাধ্য মালিকের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করা আবশ্যক। সর্বাত্মক চেষ্টার পরেও মালিক না পাওয়া গেলে বা মালিক আর খুঁজবেনা বলে দৃঢ় বিশ্বাস হলে তা মূল মালিকের নামে ফকিরদের মাঝে সদকা করে দেয়া জরুরী। অবশ্য নিজে গরীব হলে নিজের খরচ করাও বৈধ হবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তি যথাসাধ্য তালাশ এর পরেও যদি মালিককে না পেয়ে় থাকেন, তাহলে সে গরীব হয়ে থাকলে কাউকে সাক্ষী রেখে উক্ত স্বর্ণ নিজের জন্য খরচ করা বৈধ হবে। নচেৎ তার জন্য খরচকৃত টাকাসহ সম্পূর্ণ টাকা মূল মালিকের পক্ষ থেকে ফকিরদের মাঝে সদকা করে দেয়া আবশ্যক। (হিন্দিয়া ২/৩০০,বাদায়ে ৫/২৯৯)