প্রশ্ন: একলোক কবরস্থানের জন্য কিছু জায়গা ওয়াকফ করেছে। সেই কবরস্থানে কিছু ফলের গাছ ও কিছু বাঁশের গাছ রোপন করে সাধারন মানুষ সেখান থেকে ফল নিচ্ছে আর বাঁশ দিয়ে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হচ্ছে। এখন আমার জানার বিষয় হলো, ওয়াকফকৃত কবরস্থানে গাছ লাগানো ও তা ব্যবহার করা সাধারণ মানুষের জন্য বৈধ হবে কি?
উত্তর: শরয়ী দৃষ্টিকোণে ওয়াকফকৃত কবরস্থানে ওয়াকফের নিয়ত ছাড়া কোন গাছ রোপন করলে তা রোপনকারীর মালিকানাধীন বলে গণ্য হবে এবং তাকে তা উঠিয়ে নেওয়ার জন্য বাধ্য করা হবে। আর ওয়াকফের নিয়ত করলে বা এমনিতে কবরস্থানে গাছ উঠলে, গাছ বা গাছের ফলমূল বিক্রি করে আয়কৃত উপার্জন জিম্মাদারগণ কবরস্থানের দেওয়াল নির্মান, মাটি ভরাট ইত্যাদি কাজে ব্যবহার করবে। কারো জন্য কবরস্থানের গাছ বা ফল ক্রয় করা ব্যতিত বা ব্যবহার করা বৈধ হবে না।
সুুতরাং প্রশ্নে বর্নিত সুরতে:- ওয়াকফকৃত কবরস্থানের ওয়াকফের নিয়ত ছাড়া গাছ লাগানো এবং কর্তৃপক্ষ হতে ক্রয় করা ব্যতীত সাধারণ মানুষের জন্য তা খাওয়া, ব্যবহার করা অবৈধ। (বাহার : ৫/৪২৬, বাযযাযিয়া : ৩/১৩৮, হিন্দিয়া : ৬/৪১৮) কেফায়াতুল মুফতী : ১০/৫১০)