মাসায়েল24

২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:২৮
সাম্প্রতিক

ওয়াকফ্কৃত কবরস্থানের জায়গায় মাদ্রাসা বানানো যাবে কি না?

প্রশ্ন :  জনৈক ব্যক্তি কবরস্থানের জন্য  কিছু জমিন ওয়াকফ করলেন এবং সেখানে অনেক মুর্দা দাফন করা হলো। বর্তমানে তার ওয়ারিশগণ সেখানে মাদরাসা বানানোর অনুমতি দিলেন। জানার বিষয় হলো, এই অবস্থায় ঐ জায়গাটি মাদরাসার জন্য ব্যবহার করা বৈধ হবে কিনা?
উত্তর: ইসলামী শরীয়া মতে ওয়াকফ্কে তার নির্দিষ্ট খাতে ব্যবহার করা আবশ্যক, অন্য কোনে খাতে ব্যবহারের অনুমতি নেই। আর একবার ওয়াকফ সম্পন্ন হওয়ার পর যমিন মালিকের মালিকানা থেকে পরিপূর্ণরুপে বের হয়ে যায়। অতপর তার ও তার উত্তরাধীকারী কারো জন্য তাতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।
প্রশ্নোক্ত ব্যক্তি যেহেতু কবরস্থানের জন্য ওয়াকফ করেছে, তাই তা কবরস্থান ছাড়া অন্য কোনো খাতে ব্যবহারের সুযোগ নেই। আর ওয়াকফ সম্পন্ন হয়ে যওয়ার পর তা ওয়াকফকারীর মালিকানা থেকে পরিপূর্নরুপে বের হয়ে যওয়ার দরুন পরবর্তীতে উত্তরাধীকারীদের জন্য পূর্বের ওয়াকফ পরিপন্থি  মাদরাসার জন্য ব্যবহারের অনুমোদন দেওয়া ও তথায় মাদরাসা করা কোনোভাবেই বৈধ নয়। (কানযুদ দাকায়েক : ২/২৪৭, হিন্দিয়া : ২/৪১৫)

Loading

Facebook
X
WhatsApp
Telegram