মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * সকাল ৯:৩৬

এক মহল্লায় একাধিক মসজিদ থাকলে একটিতে ইতেকাফ করাই যথেষ্ট ?

প্রশ্ন: জনাব, বিনীত নিবেদন এই যে, আমাদের এলাকায় দুটি মসজিদ আছে। একটি জুমার মসজিদ অপরটি পাঞ্জেগানা। এখন আমার জানার বিষয় হলো, উভয় মসজিদে ই’তিকাফ করতে হবে? না কি শুধুমাত্র জুমার মসজিদে ইতেকাফ করলে চলবে? বিস্তারিত জানালে উপকৃত হবো।

উত্তর: শরীয়তের দৃষ্টিতে রমযান মাসের শেষ দশকে ই’তেকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া অর্থাৎ বড় গ্রাম বা শহরের প্রত্যেকটা মহল্লা এবং ছোট গ্রামের পূর্ণ বসতির শুধু জুমার মসজিদ বা পাঞ্জেগানায় ই’তেকাফ করলে গ্রামের সকলের পক্ষ হতে যথেষ্ট হয়ে যাবে।

বিধায়, প্রশ্নে বর্ণিত সুরতে গ্রামের জুমার মসজিদ বা পাঞ্জেগানার যে কোন একটিতে ই’তেকাফ করলেই গ্রামের সকলের পক্ষ হতে যথেষ্ঠ হবে। তবে পাঞ্জেগানার তুলনায় জুমার মসজিদে ই’তেকাফ করাই উত্তম, যাতে করে জুমার নামাযের জন্য বাইরে যেতে না হয়। আর বর্তমানে যেহেতু মানুষের মধ্যে ই’তেকাফ করতে অলসতা চলে এসেছে, তাই গ্রামের উভয় মসজিদে ই’তেকাফ করলেই ভালো; যাতে নেক কাজে বেশী মানুষের অংশ গ্রহণ হয়।

সূত্র: রদ্দুর মুহতার (খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৩০, যাকারিয়া), আল মুহীতুল বুরহানী (খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৭৯, ইদারাতুল কুরাআন), ফাতাওয়া মাহমুদিয়া (খন্ড: ১৫, পৃষ্ঠা: ৩২০, যাকারিয়া)

المحيط البرهاني: 3/379، قال علمائنا رحمه الله تعالى : الاعتكاف سنة مشروعة … وجوازه يختص بالمساجد، و قال القدوري: و لا يصح الاعتكاف إلا في مسجد الجماعات

 

Loading

Facebook
X
WhatsApp
Telegram