মাসায়েল24

২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:২৫
সাম্প্রতিক

এক্সিডেন্ট করে কাউকে মেরে ফেললে তার বিধান কি?

প্রশ্ন : যায়েদ একজন বাস ড্রাইভার। একদিন সে ৫০ জন যাত্রী নিয়ে ৯০ স্পিডে যাচ্ছিল, হঠাৎ বাসের সামনে একটি শিশু চলে আসে।তখন সে তার ৫০ জন যাত্রীকে বাঁচাতে গিয়ে শিশুটির উপর গাড়ি উঠিয়ে দেয়,শিশুটি তৎক্ষণাত মারা যায়। জানার বিষয় হলো, এমতবস্থায় যায়েদের উপর কিসাস আসবে? না অন্য কিছু?

উত্তর: ইসলামী শরীয়া মতে অনুমোদিত কাজে কোনো প্রকারের সীমালঙ্গন ব্যতীত কেউ ক্ষতিগ্রস্থ হলে সেক্ষেত্রে কোনো দায়ভার আসে না। অন্যথায় ক্ষতির দায়ভার বহন করতে হবে। আর অননুমোদিত বা সীমালঙ্গনমূলক কর্মের দ্বারা কেউ নিহত হলে, সীমালঙ্গনকারীর আকেলা তথা কতৃপক্ষের উপর এর দিয়ত ওয়াজিব হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে যায়েদ যদি রাস্তার নির্ধারিত লেন, গতি ও অন্যান্য নিয়মাবলী মেনে গাড়ী চালিয়ে থাকে, তাহলে তা তার অনুমোদিত কর্ম হওয়ায় এবং ৯০ স্পীডে চলমান গাড়ী হঠাৎ না থামানো সীদমালঙ্গনের অন্তর্ভুক্ত না হওয়ায় এতে নিহত শিশুর কোনো জরিমানা তাকে বহন করতে হবে না। অন্যথায় যদি সে ট্রাফিক নিয়ম পরিপন্থি গাড়ী চালিয়ে থাকে, তাহলে তা তার অনুমোদিত কর্ম না হওয়ায়  তার আকেলা তথা কতৃপক্ষের উপর নিহত শিশুর দিয়ত আদায় করা ওয়াজিব হবে। (হিদায়া : ৮/১৪১, তুহফাতুল ফুকাহা : ৪৪৮)

Loading

Facebook
X
WhatsApp
Telegram