মাসায়েল24

১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ২:০৬

উচ্চশিক্ষার জন্য পাকিস্তান যেতে আগ্রহীদের উদ্দেশ্যে মুফতি মাহমুদুল হাসান হাফি. এর নসীহত

যারা মাদ্রাসায় পড়ার জন্য পাকিস্তান আসতে চান তাদের উদ্দেশ্যে জরুরি কিছু কথা
মুফতি মাহমুদুল হাসান, জামিআ দারুল উলুম করাচি, পাকিস্তান
.

১. বিদেশে পড়াশুনা করতে সবচেয়ে আবশ্যক জিনিস হচ্ছে স্টাডি ভিসা। এই ভিসায় স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি পড়াশুনা করতে তেমন কোন ঝামেলা ও খরচ থাকেনা।

২. জামিয়া দারুল উলুম করাচী ও জামিয়া বিননুরী টাউন করাচীতে পড়ার জন্য স্টাডি ভিসা সরকারি ভাবে এখনো চালু হয়নি। যদিও বেফাকুল মাদারিস এর পক্ষ থেকে প্রক্রিয়াটি চলছে। এজন্য উক্ত দুই জামিয়ায় বিদেশী ছাত্র তেমন নেই।
৩. তদুপরি বিদেশী ছাত্রদের অত্যাধিক চাহিদা ও আবেদনের প্রেক্ষিতে জামিয়া দারুল উলুম করাচী কতৃপক্ষ শর্ত সাপেক্ষে ভিসার (এনি ভিসা) মেয়াদ থাকার শর্তে ও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার শর্তে সীমিত আকারে কিছু বিদেশী ছাত্রদের ভর্তি নিচ্ছে।
৪. জামিয়ার নামে স্টাডি ভিসা যেহেতু আপাতত হচ্ছে না তাই মাদ্রাসা কর্তৃপক্ষ তালিবে ইলমের ভিসার জিম্মাদারি নিচ্ছে না, তাই প্রাথমিক ভিসা পাওয়া ও এক্সটেনশন সহ যাবতীয় জিম্মাদারী তালিমুল ইলমের। যে কোন উপায়ে তাকে ভিসার মেয়াদ বাড়িয়ে থাকতে হবে। তবে ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে প্রচুর টাকা খরচ হতে পারে, ঝামেলা ও আছে।
৫. আপনার আত্মীয় বা পরিচিত কোন পাকিস্তানী নাগরিক যদি থাকে তার স্পন্সর নিয়ে ভিজিট ভিসায় আসতে পারবেন। এই ভিসা এক্সটেনশন করা তুলনামূলক কিছুটা সহজ।
৬. অনএরাইবল ভিসায় দীর্ঘদিন থাকা একটু কষ্টসাধ্য হতে পারে। টাকা খরচ হবে প্রচুর।
৭. দারুল উলুম করাচীতে ইফতায় মাত্র ২০ জন ছাত্র নেয়া হয়। খুবই কঠিন ভর্তি পরীক্ষা হয়। ভাগ্য ভালো হলে হতে পারে।
. দাওরায়ে হাদীসে ভর্তি তুলনামূলক সহজ। তার জন্য ইবতেদায়ী থেকে মিশকাত পর্যন্ত সকল ক্লাসের সনদ ও মার্কশিট থাকতে হবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত পরিক্ষায় সাবজেক্ট ভিত্তিক সকল ফনের (নাহু,সরফ,মানতেক,ফালসাফা,বালাগাত,ফিকহ,উসুলে ফিকহ, হাদীস,উসুলে হাদীস,তাফসীর,উসূলে তাফসীর ও তাজবীদ ইত্যাদি) পরিক্ষা হবে। উর্দুতে লিখিত পরীক্ষা হবে।
৯. রমজানে দারুল উলুম করাচীর ওয়েব সাইটে দেয়া অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন লিংকে রেজিস্ট্রেশন করতে হবে।
১০. রমজানে বা এর আগে আসার প্রয়োজন নেই, নিজ স্থানে থেকে প্রস্তুতি নিন। ঈদের এক সপ্তাহ পর ভর্তি কার্যক্রম শুরু হয়। তখন আসতে পারেন। রমজানে মাদ্রাসায় নতুন ছাএদের জন্য যেহেতু কোন ব্যবস্থা নেই তাই পেরেশানি হতে পারে।
১১. আপনার সকল সনদ ও মার্কশিট উর্দুতে বা আরবীতে তুলে রাখুন। বাংলা হলে উর্দু বা আরবীতে নোটারি পাবলিকের মাধ্যমে অনুবাদ করে নিন।
১২. আপনার নিজের নামে একটি ব্যাংক একাউন্ট খূলে কিছু টাকা (নিম্নে ৫০ হাজার) ডিপোজিট করে রাখুন, যাতে ভিসা কার্যক্রম ও এয়ারপোর্টে স্টেটসম্যানটস দেখাতে পারেন।
১৩. বর্তমানে ঢাকা টু করাচী কোন ডিরেক্ট ফ্লাইট নেই, তবে খুব শিগগির চালু হবে ইনশা আল্লাহ। বর্তমানে আপনাকে দুবাই, শারজা, বাহরাইন, মাসকাট বা অন্য কোন ট্রানজিটে আসতে হবে।
১৪. অনএরাইবল বা ভিজিট ভিসায় আসলে করাচী এয়ার পোর্টে শো করার জন্য অবশ্যই হোটেল বুকিং দিয়ে রাখবেন। সে ক্ষেত্রে পড়ালেখার কথা না বলাই শ্রেয়।
১৫. আমার জানা মতে বর্তমানে কেবল জামিয়া বিননুরীয়া আলামীয়্যা, জামিয়াতুর রশিদ ও মাদ্রাসা ইবনে আব্বাসে স্টাডি ভিসা হতে পারে, তবে প্রসেস সময় সাপেক্ষ। তার জন্য অফিসিয়ালি উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।
১৬. পাকিস্তানের অনলাইন ভিসা পোর্টাল:
জামিয়া দারুল উলুম করাচী:
জামিয়াতুল উলুম বিন্নূরী টাউন করাচী:
জামিয়া বিননুরীয়া আলামীয়্যা সাইট করাচী:
মাদরাসা ইবনে আব্বাস করাচী:

Loading

Facebook
X
WhatsApp
Telegram