প্রশ্ন:ইসলামী শরীয়তে ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদ আছে কি? প্রচলিত মীলাদ অনুষ্ঠান বৈধ নাকি বেদাত?এবং এতে কি কি সমস্যা রয়েছে?
উত্তর: ইসলামী শরীয়তে মুসলমানদের জন্য দুইটি ঈদ নির্ধারিত, এছাড়া তৃতীয় কোনো ঈদ শরীয়তে প্রমাণিত নয়; বরং এর দাবী করা সুস্পষ্ট গুমরাহী ৷ আর মনগড়া অতিরঞ্জন ব্যতিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, মিলাদ ও সিরাত নিয়ে আলোচনা করা অবশ্যই সাওয়াবের কাজ।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে প্রচলিত মিলাদ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মনগড়া অতিরঞ্জন থাকায় যেমন, সম্মিলিতভাবে উচ্চস্বরে দরূদ পাঠ করা এবং সকলের উপস্থিতিকে আবশ্যক মনে করা, যারা উপস্থিত হতে অনিচ্ছুক তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, সুগন্ধি ও বাতি জ্বালানোকে আবশ্যক মনে করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে হাজির-নাজির মনে করে সম্মানার্থে কিয়াম করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম সাহাবায়ে কেরাম ও তাবেয়ীদের থেকে প্রমাণিত না হওয়ায় প্রচলিত মীলাদ অনুষ্ঠান বিদ’আত বলে গণ্য হবে।(সূরা মায়েদা: আয়াত-৩, আবু দাউদ শরীফ,হাদিস নং: ১১৩৪, আল ই’তেছাম ২১২)