মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * সকাল ৯:৪৯

ইতেকাফকারী ব্যক্তি অসুস্থ মা-বাবা, স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে পারবে কি-না?

প্রশ্ন: জনাব, আমরা জানি ইতেকাফ অবস্থায় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যায় না। এখন আমার জানার বিষয় হচ্ছে, মা-বাবা, স্ত্রী, ছেলে-মেয়ে অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নেয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে কি না?

উত্তর: শরয়ী ও তবয়ী ওজর ব্যতিত ইতেকাফকারীর জন্য মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নেই। যদিও তা অল্প সময়ের জন্য হোক না কেন, এর দ্বারা ইতেকাফ নষ্ট হয়ে যাবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত ইতেকাফকারীর জন্য মা-বাবা, স্ত্রী, ছেলে-মেয়েকে হসপিটালে নেওয়ার জন্য বিকল্প লোক থাকলে তার জন্য মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নেই। যদি বিকল্প কেউ না থাকে, তাহলে ইতেকাফ ভঙ্গ করেই যেতে পারবে।

সূত্র: রদ্দুল মুহতার (খন্ড: ২, পৃষ্ঠা: ৪৪৪, সাঈদ) ফাতাওয়ায়ে হিন্দিয়া (খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৬, দারুল ফিকির) ফাতাওয়ায়ে হক্কানিয়া (খন্ড: ৪, পৃষ্ঠা: ২০২, হক্কানিয়া)

Loading

Facebook
X
WhatsApp
Telegram