মাসায়েল24

২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:৪১
সাম্প্রতিক

অনিচ্ছাকৃত মদ পানের বিধান কি?

প্রশ্ন : সা’দ ও রাফি তারা দুই বন্ধু একটি বাসায় থাকে। রাফি মদ্যপানে অভ্যস্ত। সে গ্লাসে মদ ঢেলে ঘুমিয়ে পড়ে। তার পাশের বন্ধু সা’দ ঘুম থেকে জেগে বুজতে না পেরে ঐ মদ খেয়ে ফেলে এবং নেশাগ্রস্ত হয়ে যায়। জানার বিষয় হল সা’দের উপর কি বিধান আরোপ হবে?

উত্তর:  শরিয়তের দৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে নিজ সম্মতিতে মদপান করলেই হদ আবশ্যক হবে, অন্যথায় নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে সা’দ যেহেতু ঘুম থেকে জেগে নিজের অজান্তে গ্লাসে রাখা মদপান করেছে বিধায় এতে তার ইচ্ছা ও সম্মতি না থাকায় তার উপর মদপানের শরয়ী হদ (শাস্তি) আরোপিত হবে না। (হিন্দিয়া : ২/১৭৩)

Loading

Facebook
X
WhatsApp
Telegram