মাসায়েল24

২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:২৫
সাম্প্রতিক

অনলাইনে গেমস খেলে উপার্জন করার বিধান

প্রশ্ন : অনলাইনের অনেক সাইট রয়েছে যেখানে ডলার ইনভেষ্ট করে গেইম খেলে আয় করা হয়। পদ্ধতিটি এমন যে, নির্দিষ্ট পরিমাণ ডলার দিয়ে শুরু করলে হেরে গেলে ডলার একাউন্ট হতে কেটে নেয়, জিাতে গেলে একাউন্টে দ্বিগুণ যোগ হয়ে যায়। বর্তমানে অনেক কলেজ ভার্সিটি পড়–য়া ছাত্ররা এভাবে গেইম খেলে টাকা উপার্জন করে থাকে। অপরদিকে ক্রিকেট ফুটবলার যারা খেলে উপার্জন করে চাই তা চাকুরী হিসাবে হোক বা অপরের পক্ষে ভাড়াটে খেলোয়াড় হোক উভয় সুরতে তাদের উপার্জনের হুকুম কী? জানার বিষয় হলো, উল্লেখিত সুরতদ্বয়ে উপার্জন করা বৈধ কি না? এবং তাদের উপার্জন হালাল না হারাম?
উত্তর : শরয়ী দৃষ্টিতে জুয়া বা না জায়েয কাজের উপর বিনিময় গ্রহণ বৈধ নয়। আর যে সমস্ত খেলা সত্ত্বাগতভাবে বৈধ, সেগুলো শরয়ী সীমা রেখার ভিতর থেকে খেলাও বৈধ।
বিধায় প্রশ্নে উল্লিখিত সুরতে অনলাইনে ডলার ইনভেষ্ট করে গেইম খেলে টাকা উপার্জন করা জুয়া হওয়ায় তা না জায়েয। এ ধরণের উপার্জন ও হারাম।
আর ক্রিকেট ও ফুটবল খেলা সত্ত্বাগতভাবে অবৈধ না হলেও বর্তমানে তা শরয়ী সীমা-রেখা অতিক্রম করায় বৈধ বলা যায় না। আর এ ধরণের খেলাকে পেশা হিসেবে অবলম্বন করলে শরীয়তের অনেক আহকাম লঙ্গন করতে হয়। বিধায় তা নাজায়েয। আর নাজায়েয কাজের উপার বিনিময় লেনদেন করাও নাজায়েয। তাই তাদের উপার্জনকে হালাল বলা যায় না।
হ্যাঁ, শরীয়তের পূর্ণ পাবন্দি করে কোনো প্রকার অনৈতিকতাতে না জড়িয়ে, কোনো দল বা লীগের পক্ষ হতে খেলে সময়ক্ষেপনের জন্য যথোপযুক্ত বিনিময় গ্রহণ করা অবৈধ নয়। (দুররে মুখতার : ৯/৯২, শামী : ৯/৯২, কিতাবুল ফাতাওয়া : ৫/২৭৮, দারুল উলুম দেওবন্দ :ফাতওয়া নং- ৯৯৭)

Loading

Facebook
X
WhatsApp
Telegram